價格:免費
更新日期:2017-08-25
檔案大小:4.5M
目前版本:1.0
版本需求:Android 3.0 以上版本
官方網站:mailto:foxappsbd@gmail.com
ড্রাগন ফ্রুট বাংলাদেশে তেমন প্রচলিত নয়। এটি মূলত ক্যাকটাস গোত্রের। আমেরিকার এই ফল তবে প্রায় সব দেশেই সামদৃত। কিন্তু ভিয়েতনামে এর সর্বাধিক বাণিজ্যিক চাষ হয়। তবে বর্তমানে বাংলাদেশের নাটোর, রংপুর, রাঙামাটি, রাজবাড়িসহ বিভিন্ন স্থানে ড্রাগন ফলের চাষ হচ্ছে। ঢাকার কিছু অভিজাত হোটেলে প্রতি কেজি ড্রাগন ফল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এই ফল দেখতে খুব আকর্ষনীয় কিন্তু এর কার্যকারিতা ও সুফলতা অনেক বেশি। এ ফলকে পিটাইয়া, টিহায়া ইত্যাদিও নামে ডাকা হয়। ড্র্রগন ফল গাছ শুধুমাত্র রাতে ফুল দেয়। এশিয়ার মানুষের কাছে এ ফল অনেক জনপ্রিয়, হালকা মিষ্টি-মিষ্টি। ড্রাগন ফল দেখতেও অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।
অন্যদিকে এ ফলের রয়েছে অসংখ্য পুস্টি গুন ও ঔষধি গুন। এবার এই ড্রাগন ফলের চাষ নিয়েই আমাদের এ ড্রাগন ফলের চাষ পদ্ধতি এর পুর্নাঙ্গ এপস টি। এপসটির মাধ্যমে ড্রাগন ফল চাষাবাদ,ফলন বৃদ্ধি, ছাদে চাষাবাদের উপায়,মাটি তৈরি,বংশ বিস্তার ইত্যাদি বিষয়ে পুর্নাঙ্গ আলোচনা করা হয়েছে। তাহলে এপসটি ডানলোড করেই নাহয় দেখে নিন কিভাবে আপনিও সহজে ড্রাগন ফল চাষ করে লাভবান হবেন হোক সেটা জমিতে অথবা ছাদে।
ফুল চাষ/ ফল চাষ / বেলকনিতে ফুল চাষ / বেলকনিতে ফল চাষ / কৃষক অ্যাপ / ড্রাগন ফল / অরকিড চাষ / ফুলের বাগান /